হাসানাহ পাবলিকেশন

হাসানাহ পাবলিকেশন: এক স্বপ্নীল পৃথিবীর সারথী
ইসলাম মানবতার চিরস্নিগ্ধ এক বাতিঘর। বৃষ্টির রিমঝিম মোলায়েম মিহি শব্দের মতো ইসলামের সৌন্দর্য ঢেউ খেলে আমাদের চিন্তার সরোবরে, মগজের বিস্তীর্ণ কোষে। কাগজ- কালির মিশেলে মানুষের চিন্তার মিছিলে ইসলামের সৌকর্য ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টা অবিরাম।
আমরা স্বপ্ন দেখি; বইয়ের পাতায় বিচ্ছুরিত হবে তাওহীদের সুঘ্রাণ, মানুষের হৃদয়পাতায় স্পন্দিত হবে ইসলামের জয়গান। মিনারের অপার্থিব সুরঝংকার প্রেম-ভালোবাসার আবে কাউসারে জাগিয়ে তুলবে মানুষের হৃদয়গহীন, রাজহাঁসের পাখনার মতো শুভ্র- নরোম ভোর পুবাকাশে উদিত হবে নিত্যদিন।
একবিংশ শতাব্দীর বুদ্ধিবৃত্তিক এই সময়ে উম্মাহকে শেষ রাতের ক্ষয়ে যাওয়া চাঁদের মতো গৌরবোজ্জ্বল সোনালীধূসর অতীতের পথিক বানাতে আমরা অভিপ্রায়ের আঁচলে রেখেছি প্রচেষ্টার পারদ। জীবনের উপত্যকা আমলের সবুজ-শ্যামলিমায় সুশোভিত করতে আমরা পাতায় পাতায় ছড়িয়ে দেই জীবনের ল্যাম্পপোস্ট। হাজারো মুসলিম তরুণের ঘুমন্ত বিবেক চৈতন্যের স্লোগানে উচ্চকিত করতে বলে যাই বিপ্লবী দাস্তান।
দিনের মেঘধোয়া আকাশ, রাত্তির আলো-আঁধারীর ফিনফিনে বাতাসে কালেমাখচিত পতাকার পতপত ধ্বনি আমাদের একান্ত আরাধ্য। জুলুমাতের অবসান ঘটিয়ে সমাজের পরতে পরতে ইনসাফের নূর ছড়িয়ে দেওয়া আমাদের সফরের মানযিল।
ইসলামের সহযোগী হয়ে হাতে হাত রেখে পারস্পরিক হৃদ্যতায় আমরা এগিয়ে যেতে চাই অভীষ্ট লক্ষ্যপানে। বই, কলম-কালির মোবারক কাফেলায় আপনি আমন্ত্রিত। হাসানাহ’র প্রশস্ত জায়নামাজে আপনাকে আহলান সাহলান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top