শাইখ মুহাম্মদ ইবনে হাসান আশ-শারিফ

মহিমান্বিত রমাদান। বান্দার প্রতি আল্লাহর অপার দান। বছরের দীঘল প্রহর ঘুরে রহমত, মাগফিরাত ও শান্তির বারতা নিয়ে কড়া নাড়ে মুমিনের দুয়ারে। শীতের পত্র-পল্লবহীন গাছ যেমন বসন্তে শোভিত হয় সবুজের সমারোহে, তেমনি রমাদানের প্রতিটি মুহূর্ত সুসজ্জিত হয়ে ওঠে সাওয়াবের ফুলে-ফলে। প্রত্যেকটি পুণ্যময় কাজের জন্য ঘোষিত হয় লোভনীয় অফার। সেই অফারের পরিমাণ ছাড়িয়ে যায় শত, হাজার, লক্ষ্- কোটির সীমানা। পরিশেষে আমলের প্রতিদান সম্বন্ধে রবের পক্ষ থেকে ঘোষিত হয় উদাত্ত আহ্বান, ‘ রোযা আমার জন্য, আমিই এর প্রতিদান দিব।’ রমাদান আমলের মাস। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই মাসকে আমলের মাধ্যমে অর্থবহ করে তুলতে সঠিক গাইডলাইনের বিকল্প নেই।

Sign in

No account yet?

Start typing to see products you are looking for.
WordPress Video Lightbox Plugin
Shop
0 Wishlist
0 items Cart
My account